ঢাকা অফিসঃ
জাতীয়তাবাদী, প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের মহানায়ক জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা জানিয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরকি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, দেশের রাজনীতিতে পরষ্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মানের অনুপস্থিতিই আজ রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে। দলীয় রাজনীতির বিভদের কারণে আমরা জাতীয় নেতাদের যেমন সম্মান জানাতে ব্যর্থ হই, ঠিক তেমনই নতুন প্রজন্মকে আলোর দিশা দিতেও ব্যর্থ হয়।
শনিবার গণমাধ্যমে প্রেরিত এ বাণীতে নেতৃদ্বয় বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র, গণতন্ত্র রক্ষায় যার যতটুকু অবদান তা স্বীকার করাই হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। এদেশের গণতান্ত্রিক আন্দোলনের মশিউর রহমান যাদু মিয়ার যে অবদান তা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
নেতৃদ্বয় যাদু মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।