কবি -বিশ্বজিৎ সেন
কেউ যদি কারেও রাখতে চায় হার্দিক বন্ধনে বেঁধে আপনার কাছে
তারে দাও বাঁধবার শকতি প্রভু কোন বাধা না বাধ সাধে যেন পাছে!
ঘরে বাইরের যত ষড়যন্ত্র যুদ্ধ লাগিয়ে দেবার উসকানি অস্ত্র বানিজ্যের স্বার্থে
তিরোহিত করো সব প্রভু বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে মানবিকতার কল্যাণের পরমার্থে।
সব কিছুর ওপরে উঠুক ‘মানুষ’ এর পরিচয় জাতি-ধর্ম-বর্ণ-দেশ থাক তার নিচে
বিশ্ব বিবেক কোথায় গণতন্ত্রের মামা যুক্তরাষ্ট্র ইজ্রাইলের প্যালেস্তাইনি হত্যা মিছে?
চাই না কোন রণভূমি ধরিত্রীর সর্বত্র হোক নানা রঙ ও গন্ধের ফুলের বাগান
ক্ষুধার্ত ও যুদ্ধাহতের রোদন শুনতে চাই না প্রভু অস্ত্রবৈশ্যর ‘বিবেক’ জাগান।