রংপুর প্রতিনিধি
গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ০৫ জুন ২০২৪ তারিখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়ের নির্দেশনায় বৃক্ষরোপণ অভিযান-২০২৪ আয়োজন এবং বাহিনীর একাডেমি/ব্যাটালিয়ন/জেলা/উপজেলা কার্যালয় ও ক্লাব-সমিতিতে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়।
উক্ত নির্দেশানার আলোকে ২৫ জুলাই তারিখ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র বৃক্ষরোপণ অভিযান/২৪ অনুষ্ঠিত হয়। তারা উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ৭৫ টি ফলজ বনজ ও ঔষুধী বৃক্ষরোপণ আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে তারাগঞ্জ উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব রতন কুমার রায়, উপজেলা প্রশিক্ষক জনাব মোঃ শফিউর ইসলাম, সকল ইউনিয়ন দলনেতা ইউনিয়ন দলনেত্রী ও আনসার কমান্ডার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *