রংপুর অফিস:
৫ম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের ১৬ ইউপিতে আওয়ামীলীগ ৮টি, স্বতন্ত্র ৭ ও জাপা ১টিতে বিজয়ী হয়েছে।শনিবার অনুষ্ঠিত রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ টি ও তারাগঞ্জ উপজেলার ৫টি, সদরের ১টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।এবারের নির্বাচনে বদরগঞ্জের সাখাওয়াত হোসেন হীরা (স্বতন্ত্র),গোপীনাথপুরে মনোয়ার হোসন(স্বতন্ত্র),রামনাথপুরে মনোনয়ন বঞ্চিত সদ্য প্রয়াত আওয়ামীলীগ নেতা তানভীরের বড়ভাই আব্দুল্লাহ আল মামুন( আ”লীগ বিদ্রোহী স্বতন্ত্র),গোপালপুরে আজিজার রহামন(আওয়ামীলীগ),কুতুবপুরে আতিয়ার রহমান দুলূ( আওয়ামীলীগ),বিষুপুওে আহসানুল হক চৌধুরী টুটুল( আওয়ামীলীগ), কালুপাড়ায় শহিদুল ইসলাম মানিক( স্বতন্ত্র)লোহানীপাড়ায় রাবিক হাসান ডুলু শাহ( স্বতন্ত্র), মধুপুরে আয়নাল হক( স্বতন্ত্র), দামোদরপুরে আজিজুল হক সরকার(আওয়ামীলীগ), তারাগঞ্জের কুশায় আফজালুল হক( আওয়ামীলীগ), হাড়িয়াকুঠিতে হারুন অর রশিদ বাবুল(আওয়ামীলীগ), সয়ার ইউপিতে এসএম মহিউদ্দিন আজম কিরন( আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র), আলমপুরে আব্দুল কাদের চৌধুরী সবুজ( জাতীয় পার্টি), ইকরচালীতে বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক( স্বতন্ত্র) ও রংপুরের সদরের খলেয়ায় ফারুক হোসেন ( জাতীয় পার্টি) বে-সরকারীভাবে নির্বাচিত হন। গতকাল রংপুর সদর, বদরগগঞ্জ ও তারাগঞ্জের নির্বাচন কর্মকর্তা মিরাজ হোসেন ও কামারুজ্জান বিষয়টি নিশ্চিত করেন।