হারুন উর রশিদ সোহেল রংপুর .
পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, উত্তরাঞ্চলের ১৬ জেলা জঙ্গিমুক্ত নয়। বিশেষ করে এই জঙ্গি পুরো নর্থবেঙ্গলে। তাই আপনাদের আরো সচেতনভাবে কাজ করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে কেন জঙ্গির সৃষ্টি হচ্ছে। জঙ্গি হোক আর মাদকসেবি হোক আপনাদের পরিবার থেকেই সচেতন হতে হবে। আপনার ছেলে মেয়ে কে কি করে, কোথায় যায় খেয়াল রাখার পরামর্শ দেন পুলিশের এই মহাপরিদর্শক। এ সময় পুলিশকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। দুপুরে রংপুর মহানগরীর গোমস্তপাড়া মাঠে কমিউনিটি পুলিশিং রংপুর জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পুলিশ প্রধান বলেন, এই অঞ্চলে যে সব জঙ্গি ধরা পড়েছে এমনকি পুলিশের সাথে যারা বন্দুক যুদ্ধে মারা গেছে তারা হয় রংপুরের, না হয় গাইবান্ধার, না হয় বগুড়ার, না হয় পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহীর। এই জঙ্গিরা বর্তমান যুব সমাজকে ভুল বুঝিয়ে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মগজ ধোলাই করে এদের জঙ্গিবাদের দিকে নিয়ে আসছে । তিনি বলেন, দেশ থেকে জঙ্গিবাদ, মাদক এবং সন্ত্রাস নির্মুলে পুলিশকে সতর্ক থাকার পাশাপাশি কমিউনিটি পুলিশসহ সমাজের সচেতন ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, এখন যারা অপরাধি বিশেষ করে যারা জঙ্গি তারা এলাকায় থাকে। এলাকার মানুষের সাথে মিশে থাকে। যারা চুরি ডাকাতি করে অথবা ম্দাক ব্যবসা করে তাদের এলাকার জনগন কমবেশী জানে এবং কারা এই কাজগুলো করে কিভাবে করে থাকে তাও জানে। তাই সচেতন হতে হবে এলাকার মানুষকেতিনি বলেন, আপনার এলাকা জঙ্গিরা এসে অস্থায়ী বসবাস করে, কিছুদিন এ এলাকায় থেকে অপারেশ করে, নাশকতার কাজ করে আবার চলে যায়। কাজই আপনারা তাদের গতিবিধ লক্ষ রাখবেন। আপনারাই বলতে পারবেন কারা এই কাজ করে। সুতরাই যে বাড়িতে থাকে এবং প্রতিবেশী যারা আছেন তারাও খেয়াল রাখবেন। তাদের চলাফেরা গতিবিধি যদি সন্দেহ হয় তাহলে সাথে সাথে পুলিশকে জানাবেন। পুলিশ আপরাদের কথা এবং আপনাদের সব ধরনের সহযোগিতা করবেপুলিশের আইজি বলেন, পুলিশ কাজ করে যাচ্ছে সরকারি বাহিনী হিসাবে। আমাদের আইন কানুন বিধি বিধান অনুযায়ী। পুলিশের সেবা জনগন পেয়ে থাকে। কিন্তু জনগন প্রত্যাশা অনুযায়ী পায় কিনা, কেমন আচরন তারা চায় তা দেখতে হবে। এলাকায় যে সব সমস্যা আছে তা পুলিশকে বলতেহবে। তিনি বলেন, দুর্বল নাগরিক তাদের মৌলিক অধিকার আছে কিন্তু তারা মৌলিক অধিকার ভোগ করার সুযোগ পায় না বিভিন্ন কারণে । তাদের পাশে আমরা থাকব। এ সময় পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মঞ্জুর এলাহী, বশির উদ্দিন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির জেলা ও বিভাগীয় সদস্য সচিব সাংবাদিক সুশান্ত ভৌমিক, জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, মহানগর কমিটির সভাপতি ইদ্রিস আলী, রংপুর সদর উপজেলা সভাপতি কৃষিবিদ আব্দুল ওহাব সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।