হারুন উর রশিদ সোহেল রংপুর.
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসী ও বাঙ্গালিদের উপর রংপুর চিনিকল ও পুলিশের হামলা, মামলা, লুটপাট, খুন, উচ্ছেদ, অগ্নিসংযোগ, হয়রানির প্রতিবাদ এবং লুটেরা-সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে রবিবার সকালে রংপুর নগরীর শাপলা চত্ত্বর থেকে আদিবাসীদের তীর ধনুক লাঠি ও লাল পতাকা সম্বলিত এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে গিয়ে সমাবেশ করে। এতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গণমিছিলে রংপুর বিভাগের বিভিন্ন জেলার কয়েক হাজার আদিবাসী নারী-পুরুষ,ছাত্র-ছাত্রী ও রংপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।