রংপুর প্রতিনিধি.
নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি জামায়াতের রংপুর মহানগর শাখার আমীর মাওলানা নুর হোসেন(৬৫) ও সদর উপজেলা শাখার আমির মাওলানা লোকমান হোসেনকে(৬০) গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, রংপুর মহানগরীর বাবুখা ও কামারপাড়ার এলাকায় রোববার ভোরে অভিযান চালিয়ে এই দুই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলার চার্জশিটভুক্ত দেয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। দু’জনের বিরুদ্ধে পেট্রোল বোমা হামলা ও নাশকতার দায়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।