রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের স্বচাষ চওড়াপাড়ায় মন্দিরে মুর্তি ভাংচুর ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারাকারীদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ারকে স্বারকলিপি দিয়েছে সনাতন ধম্বালম্বীরা। মঙ্গলবার বিকেলে রংপুর জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদানকালে বাংলাদেশ পুজা উদাযাপন পরিষদের রংপুর জেলা সভাপতি এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা, এলাকাবাসীর পক্ষে সত্য চন্দ্র বর্মন,কার্তিক চন্দ্র বর্মন,কৈলাস চন্দ্র বর্মন, ঝন্টু চন্দ্র, অনিল চন্দ্র সহ স্বচাষ চওড়াপাড়ার সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৯ মে স্বচাষ চওড়াপাড়ায় সনাতন হিন্দু ধর্মালম্বীদের মন্দিরে মুর্তি ভাংচুর করে স্থানীয় একটি কুচক্রীমহল।