স্টাফ রিপোর্টার,রংপুর॥
রংপুরে যৌতুকের টাকা পরিশোধ না করায় স্বামী- শ্বাশুরীর হাতে রোজিনা বেগম (২৫) ও তার বাবা রাজমিস্ত্রি মোঃ রেজাউল করিম (৫৫) কে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রংপুর মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের হোসেন নগর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে ।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ৩২নং ওয়ার্ড এর ধর্মদাস বারো আউলিয়া স্কুলপাড়া এলাকার রেজাউল করিম এর একমাত্র কন্যা রোজিনা বেগম সাথে ৩৩নং ওয়ার্ড হোসেন নগর এলাকার মোঃ মোতাল্লেব হোসেনের ১ম পুত্র মোঃ শাহজাহান আলী (৩২) এর সহিত বিয়ে হয় ২০১২ সালে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতে থাকে পাষন্ড স্বামী ও তার শ্বাশুরী মোছাঃ শাহার বানুসহ তার পরিবারের অন্য সদস্যরা। এর প্রেক্ষিতে মেয়েটির পিতা রাজমিস্ত্রি রেজাউল তার সাধ্য মতে বিভিন্ন সময় এক লক্ষ আশি হাজার টাকার দেয়। তার পরেও স্বামী ও তার শ্বাশুরী যৌতুকের দাবি করে নির্যাতন করতে থাকে। নির্যাতনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হলে রংপুর কোতয়ালী থানার এস.আই শাহাদৎ এর উপস্থিতিতে বিগত দিনে একটি শালিসি বৈঠক পরবর্তীতে মেয়েকে যৌতুকের জন্য চাপ, শারীরিক ও মানসিক নির্যাতন না করা হবে মর্মে মুচলেকা দিয়ে স্বামী-শ্বাশুরী অঙ্গিকার করে। পরবর্র্র্তীতে আবারও যৌতুকের টাকার জন্য স্বামী-শ্বাশুরীর হাতে নির্যাতনের শিকার হওয়ায় স্থানীয় ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পানেল মেয়র আবুল কাশেমের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হয়। গত মঙ্গলবার আবারও মেয়েকে নির্যাতনের খবর শুনে মেয়ের বাড়ী গেলে বাবার উপস্থিতিতে ক্ষিপ্ত হয়ে স্বামী ও শ্বাশুরী রোজিনার উপর চড়াও হয়। এতে বাবা প্রতিবাদ করলে বাবাকেও মার-ধর করে দাঁত ভেঙ্গে দেওয়া হয়। এ খবর পেয়ে মেয়ের দুই ভাই স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে বাবা রেজাউল হাসপাতালের নীচতলার ডেন্টাল ওয়ার্ডে ও মেয়ে রুজিনা চার তলার ১৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
রোজিনার বড়ভাই শাহাদাত হোসেন মমিন জানান, বোনকে বিয়ে দেয়ার পর থেকেই টাকা পয়সাসহ নানাভাবে আমরা সহযোগিতা করছি। তার পরেও বোন জামাই ও তার মা-বাবা যৌতুকের জন্য আমার বোনকে নির্যাতন করে। এটা অন্যায়। তারা আমার বোনকে মেরে ফেলতে চায়। আমরা ন্যায় বিচারের জন্য মামলার প্রস্তুুতি নিচ্ছি।
এ বিষয়ে নির্যাতনের শিকার রোজিনা আক্তার বলেন, যৌতুকের জন্য আমাকে প্রায় সময়ই নানান হুমকি ও মারধর করে স্বামী ও শ্বাশুড়ী মারধর করে। আজকে আমার বাবাকেও মারধর করেছে। আমি এর বিচার চাই।
অভিযুক্ত স্বামী শাহজাহান আলী সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।,