রংপুর প্রতিনিধিঃ
রংপুর মহানগরীর গুরুত্বপুর্ণ দেওয়ানবাড়ী-বেতপট্রি সড়ক বন্ধ করে মঞ্চ তৈরী,র‌্যাফেল ড্র ও পিকনিক পার্টির আয়োজন করার অভিযোগ উঠেছে দেওয়ানবাড়ী রোড ব্যবসায়ী সমিতির কমিটির বিরুদ্ধে। এদিকে সকাল থেকে এই সড়কটি বন্ধ থাকায় পথচারীসহ যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে সাধারন পথচারীসহ সাধারন মানুষজনের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ জানাগেছে, দেওয়ানবাড়ী রোড ব্যবসায়ী সমিতির কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার র‌্যাফেল ড্র ও পিকনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন বেশ কয়েকদিন ধরে র‌্যাফেল ড্র-এর টিকিট বিক্রি করে আসছে। হঠাৎ করে বৃহস্পতিবার সকালের দিকে সড়ক বন্ধ করে দেওয়ানবাড়ী মোড়ে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে হচ্ছে। তার চারিদিকে ব্যবসায়ী সমিতির লোকজন র‌্যাফেল ড্র-য়ের টিকিট বিক্রি করছে। একারণে জাহাজ কোম্পানী থেকে বেতপট্রি পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এনিয়ে সেখানে কয়েকজন পথচারীর সাথে আয়োজক কমিটির কথাকাটি হয়েছে। কারণ দেওয়ানবাড়ী-বেতপট্রি সড়কটি রংপুর নগরীর একটি গুরুত্বপুর্ণ সড়ক। আর তা বন্ধ করে এ্যাভাবে র‌্যাফেল ড্রর অনুষ্ঠানের আয়োজন করা ঠিক হয়নি।
সড়ক বন্ধ করে অনুষ্ঠানের বিষয়ে রেজাউল মিয়া, হামিদ সরকারসহ কয়েকজন পথচারী জানান, নগরীর অতি গুরুত্বপুর্ণ সড়ক বন্ধ করে এভাবে অনুষ্ঠানের আয়োজন করা ঠিক হয়নি। আমাদের দুর্ভোগ বাড়ানো ছাড়া আর কিছুই নয়।
এব্যাপারে দেওয়ানবাড়ী রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ভুট্টু মিয়া জানান,ব্যবসায়ীদের অনুরোধে এই অনুষ্ঠান। র‌্যাফেল ড্র-য়ের কারণে অনুষ্ঠানের তারিখ কয়েকদফা পেছানো হয়েছিল। পিকনিক পার্টিসহ নানা আয়োজনে আমাদের অনুষ্ঠানের পরিধি এবার বড়। তাই সড়কে মঞ্চ তৈরি করেছি।

এদিকে রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, এভাবে সড়ক বন্ধ করে র‌্যাফেল ড্র-য়ের অনুষ্ঠান করার অনুমতি আমি দেইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *