রংপুর প্রতিনিধি

১৮ আগস্ট ২০২১ইং রোজ বুধবার সকাল ১০ঘটিকায় রংপুর বিভাগের আওতাধীন ৮টি জেলায় একযোগে অরিয়েন্টেশন সম্পন্ন করেছে,
আমার এমপি সেচ্ছাসেবী সামাজিক সংস্থার সহযোগী প্রতিষ্ঠান amarprotinidhi.org, amarbangladesh.com & ebangladesh.com

আমার এমপি সেচ্ছাসেবী সামাজিক সংস্থাটি ২০১৭ সাল থেকে দেশ ও জাতির কল্যানে ডিজিটাল মিনি পার্লামেন্ট হিসাবে জনগণ ও জনপ্রতিনিধির মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির শুরুকাল শুধু সংসদ সদস্য পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও জনগণের প্রত্যাশা পূরণে নতুন আঙ্গিকে amarMP এর আপগ্রেড ভার্সন amarprotinidhi. আপগ্রেড এই ভার্সনটিতে ওয়ার্ড প্রতিনিধি থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত যুক্ত করা হয়েছে। ওয়ার্ড প্রতিনিধি থেকে সংসদ সদস্য পর্যন্ত জনগণের সাথে সেতুবন্ধন সৃষ্টির অন্যতম মাধ্যম হিসেবে সারাদেশব্যপী একযোগে কাজ করছে amarprotinidhi

amarMP এর সহযোগী প্রতিষ্ঠান amarbangladesh ভীন্ন ধারার সংবাদ মাধ্যম হিসেবে কাজ করছে। amarbangladesh সংবাদ মাধ্যমটি দেশ ও জাতির কল্যানে মানুষের জীবন মান, মৌলিক প্রবাহ ও দুর্ণীতি রোধের জন্য অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে আসছে। মুজিব বাদে অনুপ্রাণীত পত্রিকাটি সংবাদ পাঠকদের মধ্যে আস্থা সৃষ্টি করতে এক ব্যতিক্রম সংযোজন।

amarMP এর সহযোগী সংগঠন হিসাবে খুব শীঘ্রই দেশজুড়ে ই-কমার্স জগতে বিপ্লব ঘটাতে আসছে ebangladesh স্বদেশীয় ডিজিটাল ই-কমার্স প্লাটফর্ম।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ভিশন রুপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং বেকারত্ব লাঘবের লক্ষে বিশাল কর্মীবাহিনীর সমন্বয়ে ই-কমার্স জগতে নাব্যতার বিপ্লব ঘটাতে আসছে ebangladesh.com দেশীয় সর্ববৃহৎ ই-কমার্স প্লাটফর্ম। মানুষের জীবন মানের পরিবর্তন, মূল্যবান সময়ের অপচয় রোধ ও দৈনন্দিন চাহিদা ঘরে বসেই পূণ্যতার রুপ দিতেই আসছে ebangladesh.com. এক ক্লিকে বাংলাদেশ, দেশটা হবে হাতের মুঠোয়।

ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে সৃষ্টি amarMP এর সহযোগী প্রতিষ্ঠান ৩টির মধ্যে amarprotinidhi ও amarbangladesh এর যাত্রা শুরু হয়েছে এবং ebangladesh.com ডিজিটাল ই-কমার্স প্লাটফর্মটি খুব শীঘ্রই সক্রিয়তার সাথে আত্মপ্রকাশ করবে।

amarMP এর সহযোগী সংস্থা তিনটি ১৮/০৮/২১ইং তারিখ সকাল ১০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত সারাদেশের ন্যায় রংপুর বিভাগের আওতাধীন ৮টি জেলায় একযোগে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৮টি জেলার অরিয়েন্টেশনে প্রাথমিক ভাবে ২৫৭ জন প্রতিনিধির মধ্যে
১৯০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেছেন।
জেলা ভিত্তিক অংশগ্রহণকারী প্রতিনিধির সংখ্যা ঠাকুরগাঁও জেলায় – ২১জন দিনাজপুর জেলায় – ৩৭জন নীলফামারী জেলায় ৩১জন পঞ্চগড় জেলায়- ০৯ জন গাইবান্ধা জেলায় ৩৪জন কুড়িগ্রাম জেলায় -১২জন লালমনিরহাট জেলায় ১৩জন রংপুর জেলায় ৩৩জনসহ মোট ১৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। রংপুর বিভাগের ৮টি জেলার অরিয়েন্টেশন সম্পন্নে দায়িত্ব পালন করেছে,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে -রয়েল হোসেন ও মোঃ নাজিম উদ্দীন, দিনাজপুর জেলা প্রতিনিধি হিসেবে – মোঃ তৌহিদুল ইসলাম সোহাগ, নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে – মীর তানভীর আনজুম, গাইবান্ধা জেলা প্রতিনিধি -ফনি ভূষণ মদক সুব্রত , পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে – মোঃ আহসান হাবীব, ও রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা প্রতিনিধির ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকারী ইফ্ফাত জাহান। জেলা প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা করেছেন, রংপুর বিভাগের বিভাগীয় সমন্বয়ক – শহিদুল ইসলাম সাগর। সুন্দর ও স্বাভাবিক পরিবেশে সমগ্র রংপুর বিভাগের প্রতিনিধিদের অরিয়েন্টেশন সম্পন্ন হয়।
ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে amarMP এর প্রতিষ্ঠাতা, সিইও জনাব সুশান্ত দাস গুপ্ত ২০৪১ ভিশন বাস্তবায়নে সময়োপযোগী ভূমিকা পালনের পাশাপাশি ভিশন বাস্তবায়নের একজন অংশিদার হতে চান, দেশ ও জাতির কল্যানে নিজেকে বিলিয়ে দিতে, বেকারত্ব যুবসমাজকে কাজের সুযোগ তৈরি করে আগামীর পথে হেঁটে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *