এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত ১৫নং রশিদপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তুলশিপুর কলেজ মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহমেদ চৌধুরী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। সম্মেলন বক্তার বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা হেনা। উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন রিপা।
রশিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা বেগমের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মোছাঃ শিল্পী বেগমের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, সদস্য বিজন কুমার চন্দ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন শান্ত, আনিছুর রহমান আনিস, রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খন্দকার মো. ফজলুল হক প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা যুব লীগের দপ্তর সম্পাদক লুৎফর রহমান সবুজ, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোহসিনা মৌসুমী চাদনীসহ অনেকেই।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরে জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন রিপার সঞ্চালনায় নবগঠিত কমিটির সভাপতি নাজমুন নাহার শিল্পী ও সাধারণ সম্পাদক রোজিনা বেগমসহ আংশিক নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা হেনা। এসময় জামালপুর জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।