কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কনকনে শীতে কুড়িগ্রামের অবহেলিত কচাকাটা এলাকার গরিব অসহায় বয়োবৃদ্ধ মানুষ গুলোর কষ্ট কিছুটা দূর করার চিন্তা করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার কল্যাণ সমিতি (রাওয়া)’র উদ্যোগে অসহায়, দুস্থ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
আজ শুক্রবার (১০ জানুয়ারী) প্রথম দফায় সকাল ১০ ঘটিকায় মরহুম শহিদুল ইসলাম বাচ্চু এমপির কবরস্থান মাঠে ও দ্বিতীয় ধাপে মাদারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর ২ ঘটিকায় শীতবস্ত্র বিতরন করা হয়।
রাওয়া’র চেয়ারম্যান মেজর খন্দকার নুরুল আফসার এর নির্দেশনায় উপস্থিত ছিলেন রাওয়া’র কার্যনির্বাহী পরিষদের সদস্য মেজর একেএম মুসা এবং রাওয়া’র সেক্রেটারিয়েট এর জিএম লেঃ কর্নেল একেএম আনজামূল হক এবং রাওয়া স্টাফ। অবসরপ্রাপ্ত স্বশস্ত্র বাহিনী অফিসারদের এই জনকল্যাণে এগিয়ে আসার ক্ষুদ্র মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশীদ, ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, কচাকাটা প্রেসক্লাবের সম্পাদক রফিকুল ইসলাম, কেদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.খ.ম ওয়াজেদুল কবির রাশেদ, সাংবাদিক মনিরুল ইসলাম মিলন প্রমুখ।