মো: নাজমুল হুদা মানিক \ ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় ১লা জানুয়ারী বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাও: মো: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরন করেন রাঘবপুর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো: সিরাজুল ইসলাম। এ সময় মাদরাসা ম্যানেজিং কমিটির সহসভাপতি সরোজ আলী মন্ডল, উপাধ্যক্ষ মাও: হযরত আলী, অভিভাবক সদস্য মো: ফখর উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো: সাইদুল হক, মো: হারুন অর রশিদ, মো: নুরুল হক, সহ অধ্যাপক মাও: মো: আশরাফ আলী, প্রভাষক মাও: মো: নুরুল ইসলাম, মোছা: রুমানা সুলতানা, মাও: মো: আজিজুল হক, মোছা: তানজিনা, মো: জহিরুল হক, মোছা: রওশন আরা জেসমিন, মোছা: নিশাত জাহান, মিত্রা রানী দেবী, সিনিয়র শিক্ষক মো: আবুল কালাম আজাদ, সহ শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন ভু্ইয়া, মোছা: রোকেয়া রেহানারা, মোছা: রহিমা আক্তার, সহ মৌলভী মোছা: নিলুফা ইয়াসমিন, মাও: মো: এখলাছ মিঞা, জুনিয়র মৌলভী মাও: মো: ফজলুল হক ফারুকী, মো: ফজলুল হক, এবতেদায়ী প্রধান শিক্ষক মাও: মো: আ: জব্বার, সহ মৌলভী মাও: মো: সিরাজুল ইসলাম, ক্বারী মো: আ: মান্নান, লাইব্রেরীয়ান মাও: মো: আ: বারী আনছারী, অফিস সহকারী একেএম রেজাউল করিম, নিন্মমান সহকারী মো: মহিব্বুল্লাহ, কর্মচারী মো: নুরুল ইসলাম, মো: আ: বারী, মো: সাদকুর রহমান, বাদল চন্দ্র ভৌমিক সহ ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। রাঘবপুর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো: সিরাজুল ইসলাম বলেন, জাতির জনকের স্মৃতি ধরে রাখতে মাদরাসায় বঙ্গবন্ধু কর্নার, শিক্ষাথীদের জ্ঞান অজর্নের জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাব, কামিল বা অনার্স কোর্স খোলার পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, আলোকিত মানুষ গড়ে তুলতে হলে সকলকে শিক্ষা গ্রহন করতে হবে। মাদরাসা শিক্ষা হলো ইহকাল ও পরকাল সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *