ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ও উত্তরভাগ ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। বন্যার্ত মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম. নাসের রহমান। এ দুটি ইউনিয়নের বন্যাকবলিত ২৫০ মানুষের মাঝে চাল ও ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সহ-সভাপতি আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক মো. হেলু মিয়া, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হাকিম বক্স সুন্দর, সহ-সভাপতি নূরুল ইসলাম সেলুন, সাংগঠনিক সম্পাদক যুবায়ের আহমদ চৌধুরী, প্রথম যুগ্ন সম্পাদক মুনায়েম খান গেদন, প্রচার সম্পাদক জবলু তালুকদার, জেলা ছাত্রদল নেতা পিপলু আব্দুল হাই, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ ফয়সল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা রুকন আহমেদ, মিল্লাত খান, আতিকুর রহমান সোয়েবসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।