ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩০ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতের দাবিতে উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক নলছিটির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
(১ নভেম্বর) সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলায় বিভিন্ন পর্যায়ের শতাধিক নারী নেতৃরা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
এসময় ধারনাপত্র পাঠ করেন অপরাজিতা নেটওয়ার্কের কুশঙ্গল ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন অপরাজিতা নেটওয়ার্কের উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল ও রুপান্তরের অর্থ সমন্বয়কারী মোঃ সজিব রানা।
এবং অপরাজিতা নারী নেটওয়ার্কের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলের সভাপতি সম্পাদক বরাবর স্মারকলিপি প্রদান করা।