নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর দামকুড়া থানা এলাকার হরিপুর মহাসড়ক সংলগ্ন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ নভেম্বর ভোর চারটা থেকে ৪ঃ৫০ ঘটিকার কোন এক সময়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কে উক্ত ব্যক্তি পিষ্ঠ হয়ে থাকতে পারেন বলে ধারণা করেন পুলিশ।
থানা পুলিশ জানায়, ২০ নভেম্বর ভোরে থানা এলাকার হরিপুর গ্রামের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। উক্ত ব্যক্তি হরিপুর মহাসড়ক সংলগ্ন তরিকুল ইসলাম নামে জনৈক মুদি দোকানের সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা গাড়ীতে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে দামকুড়া থানা পুলিশ ফায়াস সার্ভিসের সহায়তায় উক্ত অজ্ঞাত মৃত ব্যক্তির লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। স্থানীয় কেউই উক্ত মৃত ব্যক্তির সঠিক নাম-ঠিকানা জানাতে পারে নি কিন্তু তারা জানান, উক্ত অজ্ঞাত মৃত ব্যক্তিটি উক্ত এলাকায় ঘোরাফেরা করতেন এবং তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০। গায়ের রঙ শ্যামলা, উচ্চতা অজ্ঞাত, ধর্ম-ইসলাম, পরনে চেক লুঙ্গি, নেভিব্লু রঙের হাফ হাতা গেঞ্জি ও ছাই রঙের সোয়েটার পরিহিত ছিলেন। অজ্ঞাত ব্যক্তির মাথা পিষ্ঠ হওয়ায় তার ছবি তোলা ছবি তোলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, পুলিশের পক্ষ থেকে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় সনাক্তে থানা পুলিশ সঙ্গে নিখোঁজ আত্মীয় স্বজনের যোগাযোগ করতে বলা হয়েছে।