রেজাউল করিম রাজশাহী প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সুস্থতা কামনায় রাজশাহীতে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
‘১৩ জুন’ রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের উদ্যোগে রাজশাহী মহানগরের বিভিন্ন মন্দির ও মসজিদে প্রার্থনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কল্যান কুমার জয়, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর বিদ্যুৎ, উপ – প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সুব্রত ঘোষ, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য রাজকুমার ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা আলিফ, জাকির, রুবেল, ফারুক, কার্তিক প্রমুখ।
উপস্থিত সকলে নির্মল দাদার জন্য আর্শিবাদ করেন তিনি যেন তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ও ফিরে আসেন!
উল্লেখ, গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোমবার (১৩ জুন) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহর আশুরোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান আফজালুর রহমান বাবু।
নির্মল রঞ্জনের ব্যক্তিগত সহকারী মামুন বলেন, আগে নির্মল রঞ্জন গুহের একবার হার্টঅ্যাটাক হয়েছিল। তখন তিনি ভারতে গিয়ে চিকিৎসা নেন। ওষুধ চলছিল, কিন্তু এর মধ্যে গতকাল রাতে আবার তার রক্তচাপ বেড়ে তিনি অসুস্থ হয়ে যান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন