ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
ভূরুঙ্গামারীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর হোসেনের ভূরুঙ্গামারী শাখা পরিদর্শন । গতকাল মঙ্গলবার শাখা অফিস পরিদর্শন কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যক্তিগত জনসংযোগ কর্মকর্তা মোস্তাক হাসান। শাখা পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করে জানান,এলাকার উন্নয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবদান বৃদ্ধির লক্ষে বর্তমানে সকল প্রকার ঋণে সুদের হার এক অংকের কোঠায় নামিয়ে আনা হয়েছে। এই অঞ্চলের মানুষের কৃষি ও ব্যবসায়ীক উন্নতি কল্পে সহজ শর্তে অধিকহারে ঋণ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ হায়দার আলী ও ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু।