মো: রেজাউল করিম, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজ্জাফর হোসেন (৬০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে তার মৃত্যু হয়। পরে বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, মোজ্জাফর হোসেনের বাড়ি নওগাঁ জেলার ধামুইর হাট উপজেলার কাশেমপুরে গ্রামে।
তার বিরুদ্ধের বিশেষ নিরাপত্তা ও মাদক আইনের মামলা রয়েছে। দুই মামলায় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। বুধবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন বৃহ:পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। পরে দুপুরে হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদাত হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই কারণে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।