নাটোর প্রতিনিধি:
আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি নির্বাচন। আর তারই প্রচারনায় মেতেছে বিভিন্ন জেলার নেতা কর্মীরা।
আজ ২৮ জুলাই সিটি নির্বাচনী প্রচারনার শেষ দিনে নৌকা পদপ্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীও রাজশাহী বাসীর কাছে ভোট চাইতে বেড়িয়েছে। ভোটারদের দারে দারে ভোট চাইতে এগিয়ে গেছে তারই সহযোগী জেলা পরিষদ সদস্য ও ৬নং গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, জোয়াড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ চাঁদ মোহাম্মদ, ৫নং মাঝগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা সহ আরো অনেক নেতৃবৃন্দ।