রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালন করা হয়।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তে রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার সকাল ৮:০০ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনকের নব নির্মিত ভাস্কর্যে ফুলের বেদী দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শারীরিক অসুস্থতার কারনে উপস্থিত থাকতে পারেননি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।পরে দুপুরে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে জাতির জনকের স্মৃতিচারণে আলোচনা সভা ও জাতির জনকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম ও রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো:আখতারুজ্জামান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহকারী মুক্তযোদ্ধা কমান্ডার সোলায়মান আলী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস সালাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান শেষে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতির জনকের জন্মদিন উপলক্ষে হাসপাতালের রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল।উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থেকে রোগীদের মাঝে খাবার বিতারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন