কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“যেতে নাহি দিতে হয় তবুও যেতে হয়” এই প্রতিপাদ্যকে ধারণ করে রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিংগারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২১ সনের এসএসসি (ভোকেশনাল) সমমানের ১৬৫জন পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ নভেম্বর দুপুরে সিংগারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীর আয়োজনে শিক্ষক ছায়ফুর রহমান বকশীর সঞ্চালনায় আব্দুল ওয়াহেদ এঁর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবুনূর মোঃ আক্তারুজ্জামান, সিংগারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র শিক্ষক শ্রী মনিন্দ্র নাথ রায়, রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফ উজ জামান,সিংগারডাবড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ প্রমুখ।
পরে বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকদের বসার চেয়ার এবং পরীক্ষার্থীদেরকে কলম,স্কেল,ফাইল উপহার দেয়া হয়।