।।জি এম রাঙ্গা।।
২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদে ১০ দিন মেয়াদি অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণী ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম। অনুষ্ঠানে সভাপত্বি করেন রাজারহাটের উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হক বুলু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, মনিটরিং মাঠকর্মী এফ এস ফজলুল হক। অনুষ্ঠানে সভাপত্বি করেন রাজারহাটের উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ ছালমা বেগম। উক্ত গ্রামের ৩২ জন পুরুষ ও ৩২ জন নারীকে নিয়ে প্রশিক্ষণটি ০৮ নভেম্বর শুরু হয়েছিল। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন প্রশিক্ষণ দিবসে আত্মকর্মসংস্থানমূলক, সামাজিক উন্নয়নমূলকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ। অনুষ্ঠান ও প্রশিক্ষণের প্যারেড পরিচালনা করেন রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন