রতন রায় অর্ঘ্যঃ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ী গ্রামে জমি দখল করতে গিয়ে পুলিশের হাতে আটক যুবরাজ (৪৮) নামের এক ব্যক্তি। সোমবার ২৯ এপ্রিল সকাল ৯ঃ৩০ ঘটিকায় সুবল চন্দ্র রায় নামের এক ব্যক্তির জমি দখল করতে গেলে তিনি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে রাজারহাট থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে সুবল চন্দ্র বাদী হয়ে রাজারহাট থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, ছিনাই ইউনিয়নের মীরের বাড়ী গ্রামের মৃত পদ্মলোচন রায়ের পুত্র সুবল চন্দ্র রায়ের ১৮ শতক একটি জমি পাশ্ববর্তী লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ গ্রামের মৃত রহিমুল্লার পুত্র ২৫-৩০ জনের একটি দলবল নিয়ে বাঁশ টিন দিয়ে ঘিরে দখলে নেবার চেষ্টা করে। সুবল চন্দ্র খবর পেয়ে জাতীয় জরুরী সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহায়তা নেন। ফোন পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার ১ নম্বর আসামি যুবরাজকে গ্রেফতার করে। এসময় অন্য সহযোগীরা পালিয়ে যায়। এজাহারে সুবল চন্দ্র রায় আরও উল্লেখ করেন তারা ওই জমিতে অবস্থিত পারিবারিক মন্দিরে প্রবেশ করে মন্দিরে থাকা রাধা কৃষ্ণের প্রতিমা ভাঙচুর করে নিয়ে যায়। সুবল জানান উক্ত বিবাদমান জমি নিয়ে আদালতে একটি মোকদ্দমা চলমান রয়েছে।
উক্ত ঘটনার বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত আসামী যুবরাজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।