রফিকুল হায়দার,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপন্য বিক্রয়ের অপরাধে এই জরিমানা করা হয়।
রবিবার (১৮সেপ্টেম্বর) বিকেলে রাজারহাটের কাশিম বাজারে অবস্থিত অঞ্জলি টি স্টলকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা, একই অপরাধে আতিক স্টোরকে ১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপন্য বিক্রয়ের অপরাধে আশরাফুল স্টোরকে ১ হাজার টাকা এবং সিংগের ডাবরি বাজারে অবস্থিত খাজা স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যপন্য বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আঃ লতিফ এবং রাজারহাট থানা পুলিশ।