কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রাজারহাটে জমিজমা সংক্রানত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ভাড়াটে সস্ত্রাসীদের হামলায় ৫ ব্যক্তি গুরুতর জখম হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র সহ হুকুমদাতা ও ৬ সস্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর মিয়াপাড়া গ্রামের একরামুল হকের সাথে প্রতিবেশি আব্দুল হামিদের বসত ভিটার ২শতাংস জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে আব্দুল হামিদ ওই জমির দখল নিতে স্থানীয় একটি গ্রুপের সস্ত্রাসীদর ভাড়া করে। সস্ত্রাসীরা রড,ছোড়া,দা-কুড়াল সহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে একরামুলের পরিবারের লোকদের উপর হামলা, ঘর ভাংচুর ও লুটতরাজ করে। এতে জাহিদুল ইসলাম,বিজলী বেগম,সায়েদুল,আবু সায়েম ও খুরশিদা বেগম নামের ৫ব্যক্তি গুরুত্বর জখম হয়। আহতদের মধ্যে ৪জনকে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ও ১জনকে লালমনিরহাট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বিজলী বেগম ও সাইয়েদুলের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
এদিকে ঘটনার সময় খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্ল পৌঁছে দেশীয় অস্ত্র সহ সস্ত্রাসী বাহিনীর মমিনুল ইসলাম (২১) ছানি মিয়া (২৫) আরিফ মিয়া (২৮) লিয়ন মিয়া (৩০) আতিকুল (৩৫) শাহআলম (৪৩) এবং হুকুমদাতা আব্দুল হামিদ (৬৫) সহ ৭জনক গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শনিবার এঘটনায় রাজারহাট থানায় একটি মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।