আনিছুর রহমান আনাছ,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।।
সোমবার রাত ৯টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের মন্ডলের বাজার নামক স্থানে (পেট্রোল পাম্পের সংলগ্ন) সিএনজি -পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে অপর এক যাত্রী ও সিএনজি চালককে। রাস্তার অর্ধেকাংশ পাথর রেখে দখল করে রেল সড়ক সংস্কার কাজ চলায় এই দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
নিহত নুরুল ইসলাম (৬৫)। রাজারহাট উপজেলা সদরের দূর্গাচরন গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাজারহাট-তিস্তা সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন উক্ত স্থানে রাজারহাট গামী সিএনজির সাথে তিস্তা গামী পিকাপের মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী নুরুল ইসলাম মারা যায়।
এদিকে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর পর উত্তেজিত জনতা পুলিশের উপর পাথর নিক্ষেপ করে। এতে পুলিশের এসআই শরিফ উদ্দিন শেখ আহত হন।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন । এসময় কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং পুলিশের উপর হামলায় দুঃখ প্রকাশ করেন।