কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা বিশেষ শাখার রাজারহাট জোনে কর্মরত এএসআই (নিরস্ত্র) মাসুদ রানা বৃহস্পতিবার(২৮অক্টোবর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার আকস্মিক মৃত্যুতে কুড়িগ্রাাম জেলা পুলিশের মাঝে শোকের ছায়া নেমে পড়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাসুদ রানা রাজারহাট থানা হতে বৃহস্পতিবার(২৮অক্টোবর) রাত অনুমান ১০টায় কুড়িগ্রাম সদর থানাধীন কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন মন্ডলপাড়াস্থ নিজ বাসায় যান। রাত সোয়া ১১টায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। ওইদিন রাত ১১.৪০ টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। মরহুম মাসুদ রানা গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার পূর্বশ্রীরামপুর গ্রামের মোঃ আকবর আলীর একমাত্র পুত্র।

তিনি ২০০৪সালে জুন মাসে পুলিশ বাহিনীতে যোগদান করেন। শুক্রবার (২৯অক্টোবর) সকাল ৮টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্সে প্রথম জানাযা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ও রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু সরকার মরহুম এএসআই (নিরস্ত্র) মাসুদ রানার রুহের মাগফেরাত করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *