রৌমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজিবপুরে ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩০ জানুয়ারী মঙ্গলবার উপজেলার স্লুইজগেট অঞ্চলে এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক (৫৫) রৌমারী উপজেলার উত্তর ইসাকুরি ভিটেবাড়ির মৃত মেছের আলীর পুত্র।
পরিবার সূত্রে জানা যায় -২৯ জানুয়ারী সোমবার সকালে অজ্ঞাত কয়েকজন লোক তার ইজিবাইক ভাড়া করে কোম্পানির মালামাল বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যায়। এরপর তার পরিবারের সাথে আর কোন যোগাযোগ হয়নি। আজ সকালে রাজিবপুর ধুলাউড়ির স্লূইজগেট সংলগ্ন স্থানে নীচু জমিতে স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে রাজিবপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান বলেন অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হচ্ছে।