রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে।
দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন রাজীবপুর সদর ইউনিয়নে গোলাম কিবরিয়া, মোহনগঞ্জ ইউনিয়নে আব্দুস ছালাম তালুকদার, কোদালকাটি ইউনিয়নে হুমায়ুন কবীর ছক্কু।
রাজীবপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
পাশ্ববর্তী রৌমারী উপজেলায়ও ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন প্রদান করা হয়েছে। রৌমারী ইউনিয়নে আফজাল হোসেন,যাদুরচর ইউনিয়নে মোশারফ হোসেন ও শৌলমারী ইউনিয়নে নজরুল ইসলাম’কে মনোনয়ন প্রদান করেছে আওয়ামীলীগ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ৯ ডিসেম্বর। আপিল ১০-১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২০২২ সালের ৫ জানুয়ারি। এদিন দেশব্যাপী ৭০৭ টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ৫ জন পুলিশ ও ২ জন আনসার বাহিনীর সদস্যের কাছে অস্ত্র থাকবে।এছাড়াও প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।
ইউপি নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে রাজীবপুর উপজেলার আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে।