রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম এর উদ্যোগে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে
ইফতার ও আলোচনা সভা উপলক্ষে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস ছালাম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই সরকার ,আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম,যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মী বৃন্দ ও এলাকার সর্বস্থতের মানুষ প্রমুখ।
আলোচনা সভায় আগামী ১১ তম সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ নং আসন রৌমারী ও রাজীবপুর উপজেলায় আওয়ামীলীগ থেকে শফিউল আলম কে মনোনয়ন দেওয়ার আহব্বাহ জানানো হয় ।সভা শেষে দেশ ও জাতীর কল্যানে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলে অংশগ্রহন করে সবাই।