সহিজল ইসলাম সজল, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ৪৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ।

গতকাল সোমবার (২৬অক্টোবর) রাতে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী ইউসুফ মিয়ার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ী ফুল মিয়া(৪৫) পিতা বারেক আলী, রাশেদুল ইসলাম (৩২) পিতা আব্দুল হাই, উভয়ের গ্রাম রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের শিবের ডাঙ্গী, লুৎফর রহমান (৩৫) পিতা আব্দুল লতিফ কসাই, গ্রাম জীবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামাড়ি নয়াপাড়া।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে উপ- পরিদর্শক (এসআই) খ,ম আব্দুল হালিম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রউফ, আতাউর রহমান, নুর সাদেক ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায় অভিযান চালান। অভিযানে ৪৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে আটককৃত ওই দুই মাদক কারবারিকে থানায় জিজ্ঞাসাবাদে তাদের কথামতো তাদের মহাজন লৎফর রহমানকে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মাদক কারবারিদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন