রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে ধারণ করে রাজীবপুর উপজেলার কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার(৩০ অক্টোবর) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় রাজীবপুর থানা পুলিশের উদ্যোগে।আনন্দ শোভাযাত্রা শেষে থানা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসআই আরমান আলী’র সঞ্চালনায় এবং জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আজিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম।অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বেলাল সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম,কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, সুধীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আলোচনা সভায় অতিথিরা বলেন ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ নীতিতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কাজ করছে কমিউনিটি পুলিশিং।

রাজীবপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন,
কমিউনিটি পুলিশিংয়ের গ্রহণযোগ্যতা বাড়াতে সবার মধ্যে স্বচ্ছ ও সুস্পষ্ট ধারণা তৈরি ও বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগের ক্ষমতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ ও জনগণকে একযোগে কাজ করে যেতে হবে। পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে পুলিশ সদস্যরা সদা সচেষ্ট আছে।

কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মধ্য দিয়ে মাদক, নারী নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *