সহিজল ইসলাম,রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
শনিবার ভোর রাতে রাজীবপুর উপজেলায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ে সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের করাতিপাড়া গ্রামের তিনটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়া আজাদ আলী,মোজাম্মেল হক ও শ্রী মাধবী রবিদাসের সাথে কথা বলে জানা গেছে, ভোর রাতে হঠাৎ করে ঝড়ো বাতাসে তাদের বসত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
লকডাউনের কারণে দৈনন্দিন কাজকর্ম বন্ধ থাকায় কিভাবে এই ঘর মেরামত করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে দিন মজুর এই পরিবার গুলো।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা আলম বলেন, ঝড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরিবার গুলো খুবই গরিব। তাদের পূর্ণবাসনে দ্রুত সরকারি সহায়তা দেওয়া উচিত।
এবিষয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃমেহেদী হাসান বলেন বিষয়টি খোঁজ নিয়ে সরকারি ভাবে সাধ্যমত সাহায্য করা হবে।