রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার ৩০০ জন কৃষককে ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ- ১ মৌসুমে আউশ ধানের বীজ ও রাসানিক সার বিতরণ কার্য়ক্রমের উদ্বোধন করা হয়েছে।
রাজীবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ বুধবার (১৩ এপ্রিল) কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ সার বিতরণের মধ্যে দিয়ে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে এসব সার ও বীজ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও প্রণোদনা কর্মসূচির আওতাভুক্ত কৃষকেরা।
রাজীবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ৩টি ইউনিয়নে রাজীবপুরে ১৪০জন, মোহনগঞ্জে ৮০জন ও কোদালকাটিতে ৮০জন মোট ৩০০জন চাষীকে প্রণোদনা সহায়তার আওতায় বীজ, ডিএপি এবং এমওপি সার দেওয়া হবে।
রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিতরণকৃত এই বীজ ও সার দিয়ে কৃষকরা ১ বিঘা জমিতে চাষাবাদ করতে পারবে।