রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

রাজীবপুর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শণী ও মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে শনিবার দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা’ অনুষ্ঠিত হয়।

মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নবীরুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও জায়েদা বেগম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারী সার্জন ডা.আবুল বাশার ,ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম,ডা সাগর চন্দ্র রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল ও
রাজীবপুর থানার তদন্ত কর্মকর্তা নাজমুল আলম প্রমুখ।

মেলায় অংশগ্রহণ কারীদের ডেইরি ফার্ম, ভেড়া ও ছাগল পালন, প্রযুক্তি ও পাখি পালন এই তিন ক্যাটাগড়িতে বিবেচনা করে ৯ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

মৎস্য,ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *