সহিজল ইসলাম সজল,রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজীবপুরে জনসচেতনা বাড়াতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। রাজীবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে। রাজীবপুর হাটের নামা বাজারে শনিবার (৪ জুন) সকাল ১১ টায় অগ্নিনির্বাপণ মহড়া শুরম্ন হয়ে দুপুর ১২ টায় শেষ হয়।
রাজীবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবু হানিফ জানান, আমাদের রাজীবপুর উপজেলায় ফায়ার স্টেশনের দুইটি ইউনিট মহড়ায় অংশ নেয়। যদি কোথাও কোনো অগ্নিকান্ড ঘটে তাহলে সেটি দ্রম্নত কিভাবে নেভানো যায়, তার জন্য মহড়ার ব্যবস্থা করা হয়েছে। জানমালের ÿয়ÿতির পরিমান কিভাবে কমানো যায় এবং এ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধির লÿে্য মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় রাজীবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মো. আব্দুল আজিজ, রাজীবপুর প্রেসক্লাবের সভাপতি কুদ্দুস বিশ্বাস, বণিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শফিউর রহমান ও ফায়ার সার্ভিসের কর্মিরা উপস্থিত ছিলেন।