রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চট্টগ্রামের ‘চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন’ এর উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম এর সহযোগিতায় এাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার চারশ পরিবারেরর মাঝে ওই এাণ বিতরন করা হয়।
এাণ বিতরণে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, মুক্তিয়োদ্ধা ডেপুটি কমান্ডার বেলাল সরকার, যুবলীগ সভাপতি আজিবব রহমান,সাধারন সম্পাদক আতিয়ার রহমান সোহাগ,কোদালকাটি ইউপিচেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কু এক্স শাহীন এসোসিয়েশন এর প্রতিনিধি দল প্রমুখ।