রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুর উপজেলায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার দুপুরের দিকে ‘করোনা আপডেট গ্রুপ অপ্রতিরোধ্য কুড়িগ্রাম’ এর উদ্যোগে রাজীবপুর স্যালোঘাটে বন্যা কবলিত ৩০০ টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল তেল, আলু পেয়াজ, গুড়ো দুধ, সাবান, স্যালাইন ও দিয়াশলাই উপহার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রুপের এ্যাডমিন অনতু চৌধুরী, বিপাশা রহমান, ইয়াছির আরাফাত, ইসরাক চৌধুরী সচ্চ, কামরুল হাসান রবী ও রুকুজ্জামান রুকু প্রমুখ।