রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
আজ মহান বিজয় দিবস। বিজয়ের সুবর্ণজয়ন্তী ৫০ বছর পূর্ণ করছে বাংলাদেশ। দিনটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শহীদ মিনারের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
ফুলেল শ্রদ্ধা জানানোর পর স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগের শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।
পরে উপজেলা চত্বরের মাঠে কুচকাওয়াজ ও খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো,অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বেলাল সরকার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন প্রমুখ।