রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

রাজীবপুর উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজীবপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প)’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)অমিত চক্রবর্ত্তী।

আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, শফিকুল আলম,রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, বেসরকারী উন্নয়ন সংস্থা ফেন্ডশিপের প্রকল্প কর্মকর্তা টিপু সুলতান, আরডিআরএস এর উপজেলা কো-অর্ডিনেটর মাহবুবা গুলে(সাগুফতা), কমল কান্ত রায়, মাজেদুল হক সরকার জেলা ব্যবস্থাপক ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সহায়তা কর্মসূচি,সোহরাব হোসেন সরকার এসোসিয়েট অফিসার ব্রাক।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী বলেন, সরকার বাল্যবিবাহ প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়েছে। সরকারি এবং বেসরকারি সংস্থা গুলোও একযোগে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। মেয়েদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন নারীবান্ধব ও যৌন হয়রানি মুক্ত করতে হবে। স্বল্পশিক্ষিত ও শিক্ষা থেকে ঝরে পড়ার পর মেয়েরা যেন বেশি করে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এর আওতায় আসতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। সর্বোপরি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *