রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে ধারন করে রাজীবপুর উপজেলায় চতুর্থ জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অমিত চক্রবর্তী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুধীজন জন শিক্ষার্থী ও সাংবাদিকগণ প্রমুখ। আলোচনা সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম সাইফুর রহমান।
আলোচনা সভায় বক্তারা ভোটারদের উদ্দেশে বিভিন্ন তথ্যমূলক বক্তব্যের মাধ্যমে ভোটার হওয়ার গুরুত্ব ও ভোট প্রদানের নাগরিক দায়িত্ববোধ বিষয়ে অবহিত করে