রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুর উপজেলায় জুয়া ও মাদক সেবনের আসর থেকে দুই জনকে আটক করেছে থানা পুলিশের একটি দল।
সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী নয়াপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী ছালামের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা ও মাদকসেবনের সময় শহিদূর রহমান বাবু(৪০) ও সাইফুল ইসলামকে(৩৫) কে আটক করেছে রাজীবপুর থানার পুলিশ।
এসময় ৫ হাজার টাকা,১ বান্ডিল তাস ও ২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত শহিদূর রহমান বাবু বড়াইডাঙ্গী গ্রামের আবুল কাশেম এর পুত্র।রাজীবপুর উপজেলা শহরে তার একটি নিজস্ব ব্যাবসা প্রতিষ্ঠান আছে।সাইফুল ইসলামের বাড়ি পাশ্ববর্তী রৌমারী উপজেলার বিক্রিবিল গ্রামে তার পিতার নাম আবু বক্কর।
রাজীবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ছালামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।পুলিশের উপস্থিত টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন থেকে টাকা দিয়ে জুয়া খেলা ও মাদকসেবনের সাথে জড়িত।
শহিদূর রহমান বাবু’কে জুয়ার আসর থেকে মাদক সহ আটকের খবরে বিস্ময় প্রকাশ করেছে উপজেলার ব্যবসায়ী ও সূধী মহল।
ফুটবল খেলোয়াড় হিসেবে অসাধারণ দক্ষতা ছিলো তার। ক্রীড়া প্রেমি একজন মানুষ এভাবে মাদক ও জুয়ার নেশায় আকৃষ্ট হয়েছে ভাবতেই অবাক হচ্ছেন পরিচিতজনরা।
দুই জনকে আটকের সত্যতা স্বীকার করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন,আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য ও জুয়া আইনে মামলা দায়ের করেছে। সোমবার(৮নভেম্বর) তাদের কুড়িগ্রাম আদলতে প্রেরণ করা হয়েছে।