রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নে মাদক সেবনের দায়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ওই অভিযান পরিচালনা করে রাজীবপুর থানা পুলিশের একটি দল।
এসময় বাংলা মদ খাওয়া অবস্থায় সাজাই বাজার পাড়া গ্রামের মন্টু রবিদাশ(৭০) হরেকৃষ্ণ রবিদাস(৫৫) এবং খাড়ুভাজ গ্রামের জয়নাল আবেদীন(৪৯) কে আটক করা হয়।
মাদক সেবনরত অবস্থায় ৩ জন’কে আটকের সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।