রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজীবপুরে চলতি বোরো মৌসুমে ৭৮৫ মেট্রিক টন চাল ও ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

বুধবার (১৮মে) সকালে রাজীবপুর খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আলাউদ্দিন বসুনিয়া, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক, আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার, চাতালকল মালিক সমিতির সভাপতি ইউসুফ আলীসহ চাতাল মালিকগণ।

খাদ্যগুদাম সূত্রে জানা যায, এবার রাজীবপুর উপজেলা থেকে চলতি বোরো মৌসুমে সিদ্ধ বোরো চাল ৪০টাকা কেজি দরে ৪৩৮ মেট্রিক টন চাল ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে ২৭টাকা কেজি দরে ৩৪৭ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার।

রাজীবপুর খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, ৪০ টাকা কেজি দরে ৪৩৮ মেট্রিক টন চাল ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে সরাসরি ২৭ টাকা কেজি দরে ধান সংগ্রহ করা হবে। ৩১ আগষ্টের মধ্যে ধান ও চাল সংগ্রহ শেষ করতে হবে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া বলেন, মিল মালিকদের সাথে চুক্তি আজ বিকালের মধ্যেই শেষ হবে। চুক্তি হওয়ার সাথে সাথেই চাল দিতে পারবে মিল মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন