নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাটে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পে’র আওতায় পাট উৎপাদনকারী পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে পাট অধিদপ্তর, রাজারহাট করতৃক আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৫০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করে।
এ সময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আওয়াল সরকারের সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার (জেডিও) সামছুদ্দিন মিয়া, উপজেলা কৃষি অফিসার সম্পা আকতার, হিসাব রক্ষক অফিসার সোলাইমান আলী, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কেরামত আলী, উপজেলা পাট অধিদপ্তরের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জিয়াউর রহমান প্রমূখ।