প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
মাদারীপুরের রাজৈরের পাট্টা পুকা এলাকা থেকে আসমা বেগম নামের এক মাদক ব্যবসায়ীকে ২০৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।
রাজৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে
আসমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার স্বামী পালাতক রয়েছে। সে অভিনব কায়দায় মাদক সংগ্রহ করে রাখতেন আমগাছের ডালে দড়ি দিয়ে বেঁধে রাখতেন। আমাদের রাজৈরে কেউ মাদক ব্যবসা করতে পারবে না। মাদক ব্যবসা করলে সে রাজৈর ছাড়বে এরকম আমরা আগেই সবাইকে হুসিয়ার করেছি, তারা আমাদের হুশিয়ার শুনেনি তাই তাদের গ্রেফতার করা হয়েছে। আসমা বেগম রাজৈর উপজেলার পাট্রাপুকা গ্রামের বর্জু খন্দকারের স্ত্রী। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছেন।