রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। উপজেলা চত্বর থেকে বের হয়ে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা অডিটরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আইনুল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন। আরো বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাষ্টার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাবিলা আক্তার, মহিলা আ’লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন, থানা তদন্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, মিডিয়া প্রতিনিধি বিজয় রায় প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।