রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আশা নেকমরদ-২ ব্রাঞ্চের উদ্যোগে ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন হয়েছে । ২৪ আগস্ট শনিবার নেকমরদ ইউনিয়ন পরিষদ হলরুমে তিন দিনব্যাপী (২৪-২৬) ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করেন নেকমরদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক। আশা জেলা ম্যানেজার মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন। এ সময় ডা. মো: নজরুল ইসলাম এ্যসি. প্রফেসর ( নিটোর) পঙ্গু হাসপাতাল ঢাকা, ডা. আ. রহমান সি: ফিজিওথেরাপিস্ট আশা কেন্দ্রীয় কার্যালয় ও তাদের ৬ সদস্যের টিম উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।